ইডেনের শিক্ষার্থীকে অশ্লীল মন্তব্য : আটক ৪
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৯:০৬ পিএম, ২৪ মার্চ ২০১৮ শনিবার | আপডেট: ১০:০৬ পিএম, ২৪ মার্চ ২০১৮ শনিবার
রাজধানীর ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের চার শিক্ষার্থীকে ধাক্কা ও অশ্লীল মন্তব্য করার অভিযোগে চাঁদনীচক মার্কেটের দুই দোকানের চার কর্মচারিকে আটক করেছে পুলিশ। কথা কাটাকাটির এক পর্যায় ওই কর্মচারিরা এ ধরণের আচরণে করলে ভুক্তভোগিরা পুলিশে অভিযোগ করেন।
আটককৃতরা হলো, নজরুল, আলামিন, আবুল ও নয়ন।
শনিবার দুপুরে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
তিনি জানান, শুক্রবার (২৩ মার্চ) বিকেলে ইডেন কলেজের চার শিক্ষার্থী চাঁদনীচকে কেনাকাটা করতে যান। এ সময় তাদের সঙ্গে একজনের মা ও আরেকজনের খালা ছিলেন। দোকানের সামনে ব্যাগ রাখা নিয়ে ওই দুই নারীর সঙ্গে একটি দোকানের কর্মচারিদের বাগবিতন্ডা হয়। এরপর ওই শিক্ষার্থীদের সঙ্গেও কথা কাটাকাটির জেরে একজন কর্মচারি তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ও অশ্লীল মন্তব্য করেন।
শনিবার সকালে ওই ছাত্রীদের এমন অভিযোগের প্রেক্ষিতে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
