ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ১৮:১৩:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আরও ৫১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৮ পিএম, ১৪ জুলাই ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস ইনচার্জ ডা. জাহিদুল ইসলাম এতথ্য জানিয়েছেন বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ৫১ জন ভর্তি হয়েছেন।  
  
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ কন্ট্রোল রুম আরো জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৫১ জন নতুন  ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪১ জন ডেঙ্গু রোগী ঢাকার বাসিন্দা এবং তারা রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে ১০ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।    
এছাড়া বর্তমানে দেশে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ১৭৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৩৯ জন এবং অন্যান্য বিভাগে ৪০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। 
     
এবছর ১ জানুয়ারি থেকে ১৪ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১ হাজার ৫৭৯ জন। ঢাকায় সর্বমোট ভর্তি ডেঙ্গু রোগী একহাজার ২৩২ জন, আর ঢাকার বাইরে ২০৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে এবছর একজন রোগীর মৃত্যু হয়েছে। 

অন্যদিকে জানুয়ারি থেকে জুলাইয়ের ১৪ তারিখ পর্যন্ত ছাড়প্রাপ্ত একহাজার ৩৯৯ জন ডেঙ্গু রোগীর মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরে গেছে ১ হাজার ২৩২ জন। ঢাকার বাইরে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরেছেন ১৬৭ জন।  

গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং আক্রান্ত ১০৫ জনের মৃত্যু হয়েছে।