ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ২১:২৪:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

স্ত্রীর জন্মদিন ভুলে গেলেই জেল!

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৯ এএম, ১৭ জুলাই ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে এমন সব আইন চালু আছে যা অদ্ভুত মনে হলেও অমান্য করলে শাস্তি হিসাবে জরিমানাও করা হয়। এমনই কিছু আজব দেশের আজব নিয়মকানুন উল্লেখ করা হল।
প্রিয়জনের জন্মদিন ভুলে যাওয়া আইনের বিরুদ্ধে এ রকমই নিয়ম রয়েছে ওশিয়ানিয়ায়। সামোয়া অঞ্চলে কোনো বিবাহিত পুরুষ ভুলবশত তার স্ত্রীর জন্মদিন ভুলে গেলে কারাগারে যেতে হতে পারে। জন্মদিনে কোনো শুভেচ্ছা না জানানো অথবা জন্মদিন পালন না করার অর্থ, স্ত্রীর যে আজ জন্মদিন তা ভুলেই গিয়েছেন তার স্বামী। স্ত্রী যদি স্বামীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন, তবে স্বামীকে এক দিনের জন্যে হাজতে রাখে পুলিশ। 

ইতালিতে এমন এক আইন আছে, যা শুনলে অবাক হবেন। বাড়িতে কুকুর পুষছেন, কিন্তু তাকে ঠিক মতো সময় দিতে পারছেন না? ইতালির তুরিন এলাকার বাসিন্দারা সারাদিনে অন্তত তিন বার তাদের পোষ্য কুকুরকে নিয়ে বাড়ি থেকে বাইরে না বেরোলে ৬৫০ আমেরিকান ডলার জরিমানা ধার্য করা হয়। এই দেশে  প্রতি বছর সাড়ে তিন লাখ পোষ্যকে উদ্ধার করা হয়। সেদিকে লক্ষ রেখেই এই আইনি পদক্ষেপ করা হয়েছে তুরিনে। পোষ্যকে নিয়ে রাস্তায় বেরোলেও আইন মেনে চলতে হয়। ক্যাপ্রি দ্বীপপুঞ্জের বাসিন্দারা তাদের বাড়ির পোষা কুকুরকে নিয়ে বেরোনোর পর খেয়াল রাখেন, যেন তাদের পোষ্য রাস্তায় মলত্যাগ না করে। যদি মলত্যাগ করে মালিককে তা পরিষ্কার করতে হয়। যদি কেউ এ দায়িত্ব এড়িয়ে যান, তবে সেই মল সংগ্রহ করে তার ডিএনএ পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় দোষী ধরা পড়ে এবং আইন ভাঙার জন্য জরিমানা হিসাবে ২৪০ আমেরিকান ডলার আদায় করা হয়।

ভেনিসের একটি দ্রষ্টব্য স্থান সেন্ট মার্ক স্কোয়ার। এই এলাকায় প্রচুর পায়রার বসবাস। স্মৃতিস্তম্ভের গায়ে যদি কোনোভাবে পায়রা মলত্যাগ করে, তাহলে তা স্মৃতিস্তম্ভের সৌন্দর্য নষ্ট হয়। এই কথা মাথায় রেখে ইতালির সরকার ২০০৮ সালে একটি আইন জারি করে। সেই আইন অনুযায়ী, পায়রাদের কেউ কিছু খাওয়ালে তার কাছ থেকে ৭০০ ইউরো পর্যন্ত জরিমানা আদায় করা হবে। 

অস্ট্রেলিয়ায় ঘরের বাতি বদল করার জন্যেও লাইসেন্স থাকতে হবে, এমনই নিয়ম আছে। ভিক্টোরিয়া অঞ্চলের ইলেকট্রিক মিস্ত্রিদের লাইসেন্স থাকা বাধ্যতামূলক। তাছাড়া ইলেকট্রিকের কোনো কাজ, এমনকি, কারও বাড়িতে লাইট বা বাল্ব খারাপ হলে তা ঠিকও করতে পারবেন না তারা। বরং, আইন ভাঙার জন্য জরিমানা দিতে হবে।

আপনি যদি কানাডার বাসিন্দা হন, তা হলে গাছে চড়ার জন্যও জরিমানা দিতে হবে। কানাডার ওশাওয়া এলাকার উদ্যানগুলিতে এই আইন প্রযোজ্য। এই অঞ্চলে যতগুলি উদ্যান আছে, সেখানে যদি কাউকে গাছে চড়তে দেখা যায়, তবে পুলিশ তার জরিমানা ধার্য করবে।