ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ৭:২০:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ রোববারের বাজার দর

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:৫১ এএম, ২৫ মার্চ ২০১৮ রবিবার | আপডেট: ১২:৩২ পিএম, ২৭ মার্চ ২০১৮ মঙ্গলবার

জেনে নিন রাজধানীর বাজারগুলোতে আজ রোববারের বাজার দর। অাজ বাজারে কিছু কিছু জিনিসের দাম কমেছে। কিছু জিনিস রয়েছে স্থিতিশীল।

চাল : নাজিরশাইল চাল ৬৬, মিনিকেট (মানভেদে) ৬৩ থেকে ৬৬, পাইজাম ৬৬, বিআর-২৮ ৫৩ থেকে ৫৬, স্বর্ণা ও পারিজ ৪৫, দেশি মশুর ডাল ১০০ থেকে ১২০, দেশি পিঁয়াজ ৪০, আমদানি পেঁয়াজ ৩০, আমদানি রসুন ১১০ থেকে ১২০, দেশি রসুন ৯০ থেকে ১০০, চিনি ৬০ এবং আদা ৮০ থেকে ১০০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে।

শাক-সবজির দাম : এদিকে সবজির খুচরা বাজারের তথ্য অনুযায়ী, প্রতিকেজি গাজর ৩০, আলু ১৫ থেকে ২০, টমেটো ২০ থেকে ৩০, পটল ৫০, কাঁচাকলা হালি ২৫, কচুর লতি ৬০, পেঁপে ৩০, বেগুন ৪০, শিম ৩০ থেকে ৫০, মূলা ২০ থেকে ২৫, কাঁচামরিচ ৬০, ধনিয়াপাতা ১৫০, ঢেঁড়স ৪০ থেকে ৫০, বেগুন ৩০ থেকে ৪০, বরবটি ৫৫, কচুরমুখি ৫০, চিচিঙ্গা ৪০, করলা ৪০ থেকে ৫০, শশা ৪০ দরে বিক্রি হচ্ছে।

এছাড়া লাউ প্রতিপিস ২০ থেকে ৩০, প্রতিপিস বাঁধাকপি ও ফুলকপি ৩০, লেবু হালি ২৫, লাল শাক, পালং শাক ও ডাটা শাক ৩ আঁটি ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মাছ ও মাংসের দাম : মাছের সর্বশেষ খুচরা বাজার অনুসারে, প্রতিকেজি কালিবাউস ২২০, কাতল ২৫০, পাঙ্গাশ ১০০, রুই ২৮০, সিলভারকার্প ১৫০, তেলাপিয়া ১২০ থেকে ১৫০, শিং ৩০০ থেকে ৩৫০ ও চিংড়ি ৪৫০ থেকে ৫০০, ইলিশ (আকারভেদে) ৩২০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতিকেজি গরুর মাংস ৪৫০ থেকে ৪৮০, খাসির মাংস ৭০০-৭৫০, ব্রয়লার মুরগি ১৩৫ ও দেশি মুরগি ১৫৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।