আজ বুধবারের লোডশেডিংয়ের সূচি
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:১৬ পিএম, ২০ জুলাই ২০২২ বুধবার
প্রতীকী ছবি
আজ বুধবারের লোডশেডিংয়ের সূচি প্রকাশ করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী ঢাকার দুই বিতরণ কম্পানি ডিপিডিসি ও ডেসকো বুধবারের লোড শেডিংয়ের তালিকা প্রকাশ করেছে। তবে বিদ্যুতের অন্য চার বিতরণ কম্পানি নেসকো, পিডিবি, আরইবি ও ওজোপাডিকোর বুধবারের লোডশেডিংয়ের সূচি পাওয়া যায়নি।
ডিপিডিসির বুধবারের লোড শেডিংয়ের তালিকা দেখতে এখানে ক্লিক করুন। ডেসকোর বুধবারের লোড শেডিংয়ের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
মঙ্গলবার রাজধানীতে এলাকাভিত্তিক শিডিউল অনুযায়ী একবার করে লোড শেডিং দেওয়া হলেও রাজধানীর বাইরের জেলাগুলোতে শিডিউল না মেনে তিন থেকে চারবার, কোথাও কোথাও এর থেকেও বেশি লোডশেডিং করা হচ্ছে। এতে শহরের মানুষের ভোগান্তিটা কম হলেও ঘণ্টার পর ঘণ্টা লোড শেডিংয়ের কারণে ভুগছে গ্রামের মানুষজন।
ডিপিডিসির সম্ভাব্য লোডশেডিংয়ের সময়সূচির লিঙ্ক... ( https://dpdc.gov.bd/site/page/18336fb4-6096-41b9-9172-837283684a15)
ডেসকোর সম্ভাব্য লোডশেডিং সময়সূচির লিঙ্ক... ( https://www.desco.org.bd/bangla/loadshed_b.php?fbclid=IwAR1tMt2HaAJJzPF7IiSeuZweyz6lru5MJq0OJi0uAxmszWqKbuYQ5dLLehA )
