মুক্তিযুদ্ধ জাদুঘরে আজ টিকিট লাগবে না
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:৪৩ পিএম, ২৬ মার্চ ২০১৮ সোমবার | আপডেট: ০৩:২৬ পিএম, ২৭ মার্চ ২০১৮ মঙ্গলবার
আজ সোমবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিনামূল্যে প্রবেশ উন্মুক্ত রেখেছে জাদুঘর কর্তৃপক্ষ। মুক্তিযুদ্ধ জাদুঘরের জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাদুঘর সবার জন্য বিনামূল্যে খোলা রাখা হয়েছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিশু, সাধারণ জনগণও এখান থেকে নিজেদের মুক্তিযুদ্ধের জ্ঞান আরও সমৃদ্ধ করতে পারবে। এদিন জাদুঘর বিনামূল্যে উন্মুক্ত থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
মুক্তিযুদ্ধ জাদুঘর দেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর। এটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এই জাদুঘরের উদ্বোধন হয় ১৯৯৬ সালের ২২ শে মার্চ। মুক্তিযুদ্ধের অনেক দুর্লভ বস্তু আছে এই জাদুঘরে।
