করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্তের হার ১০.১০
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:২১ পিএম, ২৩ জুলাই ২০২২ শনিবার
প্রতীকী ছবি
দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। আগের দিনে এই রোগে মারা গিয়েছিল ২ জন। এ সময়ে সংক্রমণ বেড়েছে ১ দশমিক ৭৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এসব তথ্য জানা গেছে।
এতে আরও বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ২৬২ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। বুধবার করোনায় শনাক্তের হার ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ১০ শতাংশে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত ১ কোটি ৪৫ লাখ ৪৯ হাজার ৮৬৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১ হাজার ৩৪৫ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪১৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৪৬ জন। আগের দিন ৭ হাজার ৪১৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৬২০ জন।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৩৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৪ হাজার ৬৯৩ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৬৭ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৬ দশমিক ৬২ শতাংশ।
এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭২৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৩২ জন। শনাক্তের হার ৮ দশমিক ৫১ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৪ দশমিক ৩৫ শতাংশ।
