ঢাকা, বুধবার ০১, মে ২০২৪ ৪:১৭:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে জেলেরা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৭ এএম, ২৪ জুলাই ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ইলিশসহ সব প্রজাতির মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে মাছ ধরাতে নেমেছে শত শত ট্রলার।

শনিবার রাত ১২টার পর থেকেই সাগরে মাছ ধরা শুরু করেছেন জেলেরা।

তবে এর আগেই রুপালি ইলিশের সন্ধানে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সমুদ্রে নেমেছে শত শত ট্রলার। এ সময় দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটার ঘাটে সহস্রাধিক মাছ ধরার ট্রলার থাকার কথা থাকলেও হাতেগোনা কয়েকটি ট্রলার ঘাটে নোঙর করা ছিলো।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ৬৫ দিন সাগরে মাছ ধরা থেকে আমরা বিরত ছিলাম। সামনের দিনগুলোতে আশা করি ভালো মাছ পাওয়া যাবে।

বরগুনায় নিবন্ধিত জেলে পরিবারের সংখ্যা বরগুনা সদর উপজেলায় ৭৭৭৮, আমতলী

৬৭৮৯, পাথরঘাটা ১১৪১১, বেতাগী ৩০৫০, বামনা ১১৫৬, তালতলী ৭১২৫ জন। মোট

৩৭৩০৯ জন জেলে রয়েছে।
জেলায় মাছের উৎপাদন ও চাহিদা-

মাছের মোট উৎপাদন ১ লাখ ৯ হাজার ৭০ মে. টন। মাছের মোট চাহিদা ২৬ হাজার ৯৩৭ মে. টন। উদ্বৃত্ত মাছের পরিমাণ ৮২ হাজার ১৩৩ মেট্রিক টন।

বিগত পাঁচ বছরে মাছের উৎপাদন-

২০১৫-১৬ অর্থ বছরে অভ্যন্তরীণ ১৭ হাজার ৩০৩ মে.টন ও সামুদ্রিক ৭৪ হাজার ৭০০ মে. টন। মোট উৎপাদন ৯২ হাজার ৩ মে. টন। ২০১৬-১৭ অর্থ বছরে অভ্যন্তরীণ ১৭ হাজার ৩৫৩ মে. টন ও সামুদ্রিক ৭৫ হাজার ১৫০ (মে. টন) মোট ৯২ হাজার ৫০৩ মে.টন উৎপাদন। ২০১৭-১৮ অর্থ বছরে অভ্যন্তরীণ ১৮ হাজার ৩৭১ মে. টন ও সামুদ্রিক ৮০ হাজার মে. টন। মোট ৯৮ হাজার ৪৬৮ মে. টন উৎপাদন। ২০১৮-১৯ অর্থ বছরে অভ্যন্তরীণ ১৯ হাজার ৬৭৪ মে.টন, সামুদ্রিক ৮৩ হাজার ৫৮২ মে. টন। মোট ১ লাখ ৩ হাজার ২৫৬ মে. টন উৎপাদন। ২০১৯-২০ অর্থ বছরে অভ্যন্তরীণ ২১ হাজার ২৪০ মে.টন, সামুদ্রিক ৯০ হাজার ১২৬ মে. টন। মোট উৎপাদন ১ লাখ ৯ হাজার ৭০ মে. টন।