ঢাকা, শুক্রবার ০৩, মে ২০২৪ ২১:০৪:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৩ দলের সঙ্গে বিএনপির সংলাপ আজ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৮ পিএম, ২৬ জুলাই ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইসলামী ঐক্যজোট (একাংশ), এনডিপি (একাংশ) ও ইসলামিক পার্টির (একাংশ) সঙ্গে আজ মঙ্গলবার বিকেলে সংলাপ বসছে বিএনপি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার (২৬ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল ৫টা ১৫ মিনিট, সন্ধ্যা ৬টা ও সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় ধারাবাহিকভাবে তিন দলের সঙ্গে বৈঠক বিএনপির।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা অ্যাডভোকেট আব্দুর রকিরের নেতৃত্বে প্রতিনিধি দল, এনডিপি চেয়ারম্যান কারি মোহাম্মদ আবু তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দল ও ইসলামিক পার্টির চেয়রাম্যান আবু তাহের চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দল সংলাপে অংশ নেবেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোট সমন্বয়ক নজরুল ইসলাম খান সংলাপে অংশ নেবেন।

সরকারবিরোধী আন্দোলনে বৃহত্তর প্ল্যাটফর্ম গড়তে তুলতে বিএনপি মহাসচিব গত ২৪ মে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে। প্রথম দফায় মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন, সাইফুল হকের বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংলাপের পর গত ২৪ জুলাই সমাজতান্ত্রিক দল-ডেএসডির সঙ্গে সংলাপ করেন তিনি।

এ ছাড়া এ পর্যন্ত বিএনপি ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ লেবার পার্টি, ন্যাপ-ভাসানী, মুসলিম লীগ, ইসলামী ঐক্যজোট, জমিয়তে উলামায়ে ইসলাম, সাম্যবাদী দল, ডেমোক্রেটিক দলের সাথেও সংলাপ শেষ করেছেন বিএনপি মহাসচিব।