ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ১৬:০৯:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় ৩১ জন আক্রান্ত

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৫ পিএম, ২৭ জুলাই ২০২২ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন ৩১ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণ হার ১১ দশমিক ৯৬ শতাংশ। তবে এ সময়ে শহর ও গ্রামে করোনায় আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজ পাঠানো রিপোর্টে এ সব তথ্য মিলেছে।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাটস্থ বিআইটিআইডি, নগরীর দশ ল্যাব ও এন্টিজেন টেস্টে গতকাল ২৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্তদের মধ্যে শহরের ১৮ ও ছয় উপজেলার ১৩ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ লোহাগাড়ায় ৬ জন, হাটহাজারী ও বাঁশখালীতে ২ জন করে এবং ফটিকছড়ি, সাতকানিয়া ও কর্ণফুলী উপজেলায় একজন করে রয়েছেন।

জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা এখন ১ লাখ ২৮ হাজার ৪৫৭ জন। এদের মধ্যে শহরের ৯৩ হাজার ৬৩৪ ও গ্রামের ৩৪ হাজার ৮২৩ জন।