বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ : আজ ফাইনাল
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:২১ এএম, ২৮ মার্চ ২০১৮ বুধবার | আপডেট: ১০:৪২ পিএম, ২৮ মার্চ ২০১৮ বুধবার
জাতির জনক বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ আজ বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক স্কুলের ছেলে ও মেয়েরা অংশগ্রহণ করছে এই ফুটবল টুর্নামেন্টে।
দুপুর ১.৩০টায় শুরু হবে ছেলেদের বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনাল ম্যাচ। বিকেল ৩.৩০ টায় শুরু হবে মেয়েদের অংশগ্রহণে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুটি খেলাই সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।
সারা দেশের প্রথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আয়োজিত দেশের সর্ববৃহৎ এ দুটি টুর্নামেন্টের ফাইনালকে সামনে রেখে পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
