ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ১৪:২৪:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চট্টগ্রামে করোনা শনাক্তের হার ৭.৭১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৭ এএম, ১ আগস্ট ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৯৮টি নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৭ দশমিক ৭১ শতাংশ।

সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ১২ টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এসময় নতুন আক্রান্ত ১২ জন মহানগর এলাকার এবং ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৫৪০ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৯৩ হাজার ৬৯১ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৮৪৯ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৭ জনের মধ্যে ৭৩৭ জন মহানগর এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।