পানির ট্যাংকে বিস্ফোরণ : দগ্ধ খানমের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:২০ পিএম, ২৯ মার্চ ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৫৭ পিএম, ৩০ মার্চ ২০১৮ শুক্রবার
রাজধানীর পল্লবীতে পানির রিজার্ভ ট্যাঙ্কে বিস্ফোরণের ঘটনায় ওই বাড়ির মালিকের স্ত্রী হাসিনা খানম (৬০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার দিবাগত রাত ২টার দিকে তিনি মারা গেছেন।
এর আগে মঙ্গলবার গভীর রাতে দগ্ধ তিন বছরের শিশু রুহি একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
মঙ্গলবার সকালে পল্লবীর ডি ব্লকের ১৯ নম্বর রোডের ৪৩ নম্বর বাড়িতে পানির রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কারের সময় জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়। এতে বাড়ির মালিক ইয়াকুব আলী খান (৭০), তার স্ত্রী হাসিনা খানম (৬০), ভাড়াটে ইয়াসমিন আক্তার (৩৪), তার শিশু মেয়ে রুহি (৩) ও মিস্ত্রি মাহবুব হাসান (৩২) দগ্ধ হন।
ইয়াকুবের শ্যালক মারুফ হোসেন জানান, ৬ষ্ঠ তলা ভবনের নিচ তলায় পানির রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কারের জন্য মিস্ত্রি হাসানকে আনা হয়। পরে পানি আছে কি না টর্চ লাইটে স্পষ্ট দেখতে না পেয়ে মোমবাতি আনা হয়। মোমবাতি জ্বালানোর জন্য দিয়াশলাই জ্বালাতেই ট্যাঙ্কে জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়। এতে ট্যাঙ্কের কাছে থাকা পাঁচজন দগ্ধ হন।
বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, মঙ্গলবার রাত একটার দিকে শিশু রুহি মারা যায়। তার শরীরের ৯০ ভাগ দগ্ধ ছিল। বুধবার রাতে হাসিনা খানমের মৃত্যু হয়। তার শরীরের ৯৫ ভাগ দগ্ধ ছিল। আর ইয়াকুবের ২৫ ভাগ, ইয়াসমিনের ৪১ ভাগ ও হাসানের শরীরের ৮৫ ভাগ দগ্ধ হয়েছে। দগ্ধ সবার শ্বাসনালি পুড়ে গেছে। এদের সবার অবস্থা আশঙ্কাজনক।
