ঢাকা, শুক্রবার ০৩, মে ২০২৪ ১৫:১২:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জবি ছাত্রীর মোবাইল বেচে মদ কিনেছে ছিনতাইকারী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৬ এএম, ৪ আগস্ট ২০২২ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর কাওরান বাজারে দুই ছিনতাইকারীকে ধরে পুলিশে দেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী পারিশা আক্তারের মোবাইল উদ্ধার করেছে পুলিশ। 
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রুবাইয়াত জামান জানান, জবি শিক্ষার্থীর মোবাইলটি ৪ হাজার টাকায় বিক্রি করে ছিনতাইকারীরা। সেই টাকায় তারা ১ হাজার করে ভাগ করে নেন। বাকি ২ হাজার টাকা দিয়ে তারা মদ পান করে বলে জানিয়েছেন। 

বুধবার তেজগাঁও থানা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

মোবাইল ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার দুজন হলেন- রাশেদুল ইসলাম (১৭) ও রিপন ওরফে আকাশ (২৪)।

রাজধানীর কারওয়ান বাজার থেকে ২১ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে পারিশা মিরপুর থেকে বিশ্ববিদ্যালয়ে ফেরার সময় রাজধানীর কারওয়ান বাজার ট্রাফিক সিগন্যালে বাসে বসে ছিলেন। তখন ছিনতাইকারী জানালার ভিতর হাত দিয়ে ফোনটি ছিনিয়ে নেয়। এরপর বাস থেকে নেমে পারিশা ২ জন ছিনতাইকারীকে ধরে পুলিশের হাতে তুলে দেন। তবে নিজের মোবাইল ছিনতাইকারীকে ধরতে পারেননি তিনি।

ঐ সময় ভুক্তভোগী শিক্ষার্থী পারিশা গণমাধ্যমকে বলেন, মোবাইলে তার থিসিসের সব ডকুমেন্টস এবং প্রয়োজনীয় তথ্য ছিল। তার থিসিস জমা দেওয়ার সময় ঘনিয়ে আসছে। তাই মোবইলের জন্য এত চিন্তা। দ্রুত ছিনতাইকারীকে গ্রেফতর ও মোবইল উদ্ধারের দাবি জানাই।