রামেক হাসপাতালে করোনা ইউনিটে তিনজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৫৩ এএম, ৪ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় দুজন ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন।
বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন, রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার ফিরোজা বেগম (৯২), চাঁপাইনবাবগঞ্জ সদরের সুরাতুন নেসা (৯০) ও নওগাঁর রাণীনগরের আব্দুল গাফফার (৬০)।
জানা গেছে, বুধবার (৩ আগস্ট) রামেক মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে ৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ সময় ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার ৬.৭ দশমিক ৫৭ শতাংশ।
ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে একজন ও করোনায় দুজনের মৃত্যু হয়েছে। বর্তমানে সেন্ট্রাল অক্সিজেন যুক্ত ৩০ নম্বর ওয়ার্ডে ২৪টি শয্যা রয়েছে। সেখানে বুধবার নতুন কোনো রোগী ভর্তি হননি। বর্তমানে ১১ রোগী ভর্তি আছেন।
