ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ৯:১৭:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইউল্যাব ফেয়ার প্লে কাপ ক্রিকেট : বাংলাদেশ ইউনিভার্সিটি রার্নাসআপ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৯:২৬ পিএম, ২৯ মার্চ ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১২:৪৩ পিএম, ৩১ মার্চ ২০১৮ শনিবার

 

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) আয়োজিত ১১তম ইউল্যাব ফেয়ার প্লে কাপ টি২০ ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ ইউনিভার্সিটি রানার্স আপ হয়েছে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আয়োজনকারী দল ইউল্যাব ইউনিভার্সিটি।

আজ বৃহস্পতিবার সকালে ইউল্যাব স্পোর্টস মাঠে ফাইনাল খেলায় প্রথমে টসে জিতে বাংলাদেশ ইউনিভার্সিটিকে ব্যাট করতে পাঠায় স্বাগতিক দল। বিইউ নির্ধারিত ২০ ওভারের মধ্যে ১৯.৫ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন ওমর ফারুক। ইউল্যাবের আরিফুর রহমান ২০ রানের বিনিময়ে ৩ উইকেট লাভ করেন।

জবাবে ব্যাট করতে নেমে ইউল্যাব ১৮.২ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১১৯ রান করে দলের জয় নিশ্চিত করে। দলের পক্ষে যথাক্রমে নোমান জেকো ৩৫ এবং সাবিট হোসেন ৩২ রান করেন। বাংলাদেশ ইউনিভার্সিটির পক্ষে শফিকুল ইসলাম ২২ রানের বিনিময়ে ২ উইকেট লাভ করেন।

ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন ইউল্যাবের আরিফুর রহমান। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন ইউল্যাবের সাবিট হোসেন, সেরা ব্যাটস্ম্যান একই দলের নোমান জেকো। সেরা বোলার এবং সেরা ফিল্ডার যথাক্রমে বিইউ’র শফিকুল ইসলাম ও সায়মন আহমেদ।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিক্ষা মন্ত্রনালয়ের সচিব সোহরাব হোসাইন এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।