ঢাকা, রবিবার ০৫, মে ২০২৪ ১৯:৪৩:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আটকের ছয় ঘণ্টা পর রাহুল, প্রিয়ঙ্কাকে মুক্তি দিল দিল্লি পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২১ পিএম, ৫ আগস্ট ২০২২ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আটক হওয়ার ছয় ঘণ্টা পর ছাড়া পেলেন রাহুল, প্রিয়ঙ্কা গান্ধীসহ কংগ্রেসের নেতারা। মূল্যবৃদ্ধি, বেকারত্ব নিয়ে রাজধানীতে বিক্ষোভ করছিলেন তারা। সে সময় তাদের আটক করে দিল্লি পুলিশ।

সংসদে আজ শুক্রবার কালো পোশাক পরে প্রতিবাদ করেন কংগ্রেস নেতারা। নেতৃত্বে ছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল। কংগ্রেস সাংসদদের বিক্ষোভের জেরে স্থগিত হয়ে যায় রাজ্যসভার অধিবেশন। তাদের অভিযোগ, বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে মোদীর সরকার।

আজ প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করার কর্মসূচি ছিল কংগ্রেসের। সংসদ ভবন থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত মিছিল করে যাওয়ার কথা ছিল লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের।

কংগ্রেসের এই কর্মসূচির আগে রাজধানী দিল্লিতে জমায়েত নিষিদ্ধ করে দেয় প্রশাসন। সেই কারণ দেখিয়ে কংগ্রেসকে মিছিলের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। আজ সকালে কংগ্রেসের সদর দফতরের সামনে বিক্ষোভ করার সময় আটক করা হয় রাহুল, প্রিয়ঙ্কা-সহ কংগ্রেস নেতাদের।