ঢাকা, মঙ্গলবার ০৭, মে ২০২৪ ৫:৫৪:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাত ১০টার মধ্যে হলে ফিরতে হবে শাবি ছাত্রীদের

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪১ এএম, ৮ আগস্ট ২০২২ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক ছাত্রীদের রাত ১০টার মধ্যে নিজেদের হলে ফিরতে হবে বলে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (৭ আগস্ট) বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট জোবেদা কনক খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল, বাইরের ফজল কমপ্লেক্স ও সামাদ হাউজে অবস্থানরত সব ছাত্রীকে নিরাপত্তার স্বার্থে আগের নিয়ম মেনে রাত ১০টার মধ্যে হলে প্রবেশ করতে হবে।

এ সময়ের পর হলে প্রবেশ করতে হলে নিজ নিজ হল, বাইরের হলগুলোর দায়িত্বে থাকা সহকারী প্রভোস্ট অথবা সুপারদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে খাতায় নাম, বিভাগ, রুম নম্বর ও মোবাইল নম্বর সঠিকভাবে লিখতে হবে। 

রোববার (৭ আগস্ট) রাত থেকে এই সিদ্ধান্ত কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।