ইরানকে ৮ গোল বাংলার মেয়েদের
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:৪১ পিএম, ৩১ মার্চ ২০১৮ শনিবার | আপডেট: ১১:২৭ পিএম, ৩১ মার্চ ২০১৮ শনিবার
হংকংয়ে আয়েজিত চার জাতি জকি কাপ ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ নারী ফুটবল দল। আজ শনিবার ইরানের বিপক্ষে ৮-১ গোলের বড় জয় পেয়েছে তারা। বাংলাদেশের পক্ষে হ্যাটট্রিক করেছে তহুরা খাতুন।
বিশ্ব নারী ফুটবল র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান ৫৮। বাংলাদেশের অবস্থান ১০২। ইরান বাংলাদেশের চেয়ে ৪৪ ধাপ এগিয়ে রয়েছে। এই ইরানের সঙ্গে বাংলার মেয়েরা খেলেছে অসাধারণ। তহুরা খাতুন, শামসুন্নাহাররা বুঝিয়ে দিয়েছে তারা কতটা দক্ষ। এই মেয়েরাই গত ডিসেম্বরে ঢাকায় সাফ অনূর্ধ্ব ১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল।
চার জাতি জকি কাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে গতকাল শুক্রবার মালয়েশিয়াকে ১০-১ গোল হারিয়েই ইরানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। আগামীকাল রোববার শেষ ম্যাচে স্বাগতিক হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে তারা।
