ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ১৮:১৬:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মানবপাচার মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ১০ আগস্ট ২০২২ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে মানবপাচার মামলায় দুই নারীসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ সময় চারজনকে খালাস দেওয়া হয়।

বুধবার (১০ আগস্ট) বিকেলে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রকিব উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেসমিন, মো. টিটু, মর্জিনা ও সাহাবুদ্দিন। খালাসপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- মো. হোসেন সাগর, মো. আসলাম, মো. শরীফ ও জাকির হোসেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৬ সালের ২৭ ডিসেম্বর অপহরণের ঘটনায় আসামিদের গ্রেপ্তার করা হয়েছিল। পরে সিদ্ধিরগঞ্জ থানায় মানবপাচার আইনে মামলা দায়ের করা হয়। এদিকে আজ বুধবার দুপুরে আদালত ওই মামলায় রায় দিয়েছেন।