২০১৮ আইপিএল : ট্রফিতে চোখ প্রীতি’র
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:২৬ পিএম, ৩১ মার্চ ২০১৮ শনিবার | আপডেট: ১২:৪৫ পিএম, ১ এপ্রিল ২০১৮ রবিবার
প্রীতি জিন্তা প্রস্তুত, প্রস্তুত তার দল। আইপিএলে ধারাবাহিক ব্যর্থতার নিরিখে রেটিং করা হলে কিংস ইলেভেন পঞ্জাব থাকবে প্রথম সারিতে৷ তবে ব্যর্থতা থেকে উঠে দাঁডা়তে চেষ্টায় খামতি নেই পঞ্জাব ফ্র্যাঞ্চাইজি৷ দল ও কোচিং টিমে বেশ কিছু রদবদল ঘটিয়ে প্রীতি জিন্তারা এবার সবাইকে চমকে দিতে তৈরি৷ পর্যাপ্ত রসদ নিয়ে একাদশ আইপিএলে ঝাঁপিয়ে পড়তে উদ্যত কিংস ইলেভেন৷
স্কোয়াড : ব্যাটসম্যান: অ্যারন ফিঞ্চ, ডেভিড মিলার, করুণ নায়ার, মনোজ তিওয়ারি, মায়াঙ্ক আগরওয়াল৷
উইকেটকিপার-ব্যাটসম্যান: আকাশদীপ নাথ, লোকেশ রাহুল৷
অলরাউন্ডার : ক্রিস গেইল, অক্ষর প্যাটেল, মনজুর দার, মার্কাস স্টৈনিস, প্রদীপ সাহু, যুবরাজ সিং৷
বোলার : রবিচন্দ্রন অশ্বিন (অধিনায়ক), অ্যান্ড্রু তাই, বরিন্দর স্রান, বেন ডারশুইস, মায়াঙ্ক ডাগর, মোহিত শর্মা, মুজিব উর রহমান৷
