ঢাকা, মঙ্গলবার ১৬, ডিসেম্বর ২০২৫ ১৯:৫৮:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ব্রয়লারের ডাবল সেঞ্চুরি, ডিমের হালি ৫০ টাকা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২০ এএম, ১৩ আগস্ট ২০২২ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ব্রয়লার মুরগি, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়েছে। শনিবার (১৩ আগস্ট) গাজীপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ১৭০ থেকে ১৭৫ টাকা।

ব্রয়লারের পাশাপাশি সোনালি ও পাকিস্তানি মুরগির দামও বেড়েছে। প্রতি কেজি সোনালি ও পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৩০ টাকায়। এক সপ্তাহ আগে যা ছিল ২৮০ থেকে ২৯০ টাকা।

এদিকে ডিমের দোকান ঘুরে দেখা যায়, প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৫০ টাকা। যা গত সপ্তাহে ছিল ৩৮ থেকে ৪০ টাকা।

তানভীর নামের এক যুবক বলেন, ‘মুরগী, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যর দাম বেড়েছে। এভাবে দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষ কীভাবে চলবো।’

নাহিদা খাতুন নামের এক পোশাক শ্রমিক বলেন, ‘অল্প বেতনে কাজ করি, গরুর মাংসের দাম বেশি থাকায় সাধারণত ব্রয়লার মুরগি কেনা হয়। কিন্তু ব্রয়লার মুরগির দাম হাঁকছে ২১০ টাকা। শুধু মুরগি নয় সবকিছুর দামই বেশি।’


জয়দেবপুর বাজারের মুরগি ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, ‘বাজারে ব্রয়লার মুরগির সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। মুরগির খাদ্যের দাম বেশি বলে অনেকেই মুরগি পালনে অনাগ্রহী। যে কারণে চাহিদা অনুযায়ী মুরগি পাওয়া যাচ্ছে না।’