জাতীয় প্রেস ক্লাবে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৫৭ পিএম, ১৩ আগস্ট ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে আজ ১৩ আগস্ট শনিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় প্রেস ক্লাব ও জাতীয় শিশু কিশোর সংগঠন শেখ রাসেল শিশু সংসদের যৌথ উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এতে জাতীয় প্রেস ক্লাবের সদস্য সন্তানসহ বিভিন্ন স্কুলের দু’শতাধিক শিশু অংশগ্রহণ করে।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি বলেন, একজন মানুষের তিনজন মা থাকে - নিজের মা, নিজের দেশ ও নিজ মাতৃভাষা। এই তিন মায়ের মধ্যে নিজের মায়ের মতই বাকি দুই মাকে বঙ্গবন্ধু’র মত ভালবাসতে হবে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধুর মতই দেশকে ভালবাসেন। তোমাদেরকেও নিজের মায়ের মত দেশকে ভালবাসতে হবে। নিজের ভাষাকে ভাল করে শিখতে হবে। শিশুরা ছোট ছোট ভাল কাজ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। পরিবারে বাবা-মায়ের কাজে সহযোগিতা করতে পারে।’ তিনি মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদের গড়ে তুলতে শিশুদের প্রতি আহ্বান জানান।
এর আগে চিত্রাংকন প্রতিযোগিতা উদ্বোধন করে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেন, ‘শিশু শেখ রাসেল তোমাদের মত হেসে খেলে বেড়াত। এদেশের কিছু বিপথগামী সেনা সদস্য ১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শিশু শেখ রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করে। সেদিন কি দোষ করেছিল ১০ বছরে শিশু শেখ রাসেল?’ এ সময় তিনি বাঙালি সংস্কৃতি বিকাশে স্কুল পর্যায়ে সংস্কৃতিক বিষয়ক শিক্ষক নিয়োগের কথা উল্লেখ করেন।
জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য, প্রদর্শনী ও শিশু শিক্ষা উপ-কমিটির আহ্বায়ক শাহনাজ বেগম পলির পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাব যুগ্ম সম্পাদক মাঈনুল আলম। এ সময় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী ও ব্যবস্থাপনা কমিটির সদস্য রহমান মুস্তাফিজ উপস্থিত ছিলেন।
