নারী ক্রিকেটের ফিউচার ট্যুর প্রোগ্রাম: বাংলাদেশের ৫০ ম্যাচ
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:২৭ পিএম, ১৬ আগস্ট ২০২২ মঙ্গলবার
প্রতীকী ছবি
প্রথমবারের মতো নারী ক্রিকেটে ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) নির্ধারণ করল আইসিসি। ১০টি দলকে নিয়ে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত এই সূচি ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। এই সূচিতে প্রতিটি দলের জন্য চারটি করে হোম ও অ্যাওয়ে সিরিজ থাকবে।
এই আন্তর্জাতিক এফটিপিতে ১০ দেশ তিনশটির বেশি ম্যাচ খেলবে। সাতটি টেস্ট ম্যাচ, ১৩৫ ওয়ানডে ও ১৫৯টি টি-টোয়েন্টি হবে।
বাংলাদেশ নারী দল ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে খেলবে ৫০টি ম্যাচ। যেখানে আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে দলটি খেলবে তিন ম্যাচে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। এরপর শ্রীলংকা সফরে সমান তিন ম্যাচে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ রয়েছে।
এই এফটিপিতে প্রথমবার ঘরের মাঠে ২০২৩ সালের জুন-জুলাইয়ে খেলবে বাংলাদেশ। ভারতীয় নারী দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আসবে। এরপর আরেক এশিয়ান দল পাকিস্তান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আসবে আগামী বছরের অক্টোবর-নভেম্বরে।
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দল যাবে দুই মাস পর। সেখানেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে থাকছে তিনটি করে ম্যাচ।
অস্ট্রেলিয়া নারী দল ২০২৪ সালের মার্চে বাংলাদেশ সফরে এসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে।একই বছরের ডিসেম্বরে আয়ারল্যান্ডের সঙ্গে ঘরের মাঠে তিনটি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের মাঠে বাংলাদেশ এফটিপির শেষ সিরিজ খেলবে। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
