ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ১০:৫৩:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিএসএমএমইউতে অপারেশন ছাড়া হার্টের ভালভ প্রতিস্থাপন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২১ পিএম, ১৬ আগস্ট ২০২২ মঙ্গলবার

বিএসএমএমইউতে মঙ্গলবার ৮০ বছরের এক ব্যক্তির দেহে সফলভাবে অ্যাওরটিক ভালভ প্রতিস্থাপন করেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামানের নেতৃত্বে একদল চিকিৎসক।

বিএসএমএমইউতে মঙ্গলবার ৮০ বছরের এক ব্যক্তির দেহে সফলভাবে অ্যাওরটিক ভালভ প্রতিস্থাপন করেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামানের নেতৃত্বে একদল চিকিৎসক।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রথমবারের মতো রোগীর বুক না কেটে এবং অজ্ঞান না করে শুধুমাত্র ঘুমের ওষুধ দিয়ে অ্যাওরটিক ভালভ সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানটির হৃদরোগ বিভাগের ইন্টারভেনশনাল হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামানের নেতৃত্বে একদল চিকিৎসক ৮০ বছরের এক ব্যক্তির দেহে এই ভালভ সফলভাবে প্রতিস্থাপনে সক্ষম হয়েছেন।

জানা গেছে, অ্যাওরটিক ভালভ প্রতিস্থাপন করা ওই ব্যক্তি বর্তমানে করোনারি ইউনিটের সিসিইউতে ভর্তি আছেন। এটিকে ইন্টারভেনশনাল কার্ডিওলজির ধারাবাহিক সফলতা এবং এই চিকিৎসায় নতুন এক মাইলফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

কোন ধরনের দুর্ঘটনা ছাড়া প্রথমবারের মতো অ্যাওরটিক ভালভ সফলভাবে প্রতিস্থাপন করায় অধ্যাপক মোস্তফা জামানের টিমকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম বৃদ্ধির সাথে সাথে চিকিৎসাসেবার মানও অনেক বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বর্তমান প্রশাসন চিকিৎসা বিজ্ঞানের সর্বাধুনিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যশিক্ষা, স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য গবেষণায় যুক্ত করতে বদ্ধপরিকর।’

অ্যাওরটিক ভালভ প্রতিস্থাপন সম্পর্কে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান বলেন, ‘অপারেশন মানেই ছুরি-কাচি ব্যবহার। আজ ছুরি-কাচি ছাড়া বা বুক না কেটে ৮০ বছরের ওই ব্যক্তির হার্টের অ্যাওরটিক ভালভ সফলভাবে প্রতিস্থাপন করে তার  জীবন বাঁচাতে পেরে ভীষণ ভালো লাগছে। এই চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় আমাদের দেশে অনেকেরই তা নেওয়ার সক্ষমতা নেই। যারা অবস্থাপন্ন তাদের অনেকেই এই চিকিৎসা দেশের বাইরে গিয়ে নিয়ে আসেন। এদেশের অসচ্ছল মানুষ এই চিকিৎসা পান না। দেশের অসচ্ছল মানুষেরা যাতে এই চিকিৎসা সেবা নিতে পারেন সেজন্যই বিশ্বের অন্যতম আধুনিক এই চিকিৎসা পদ্ধতি চালু করার উদ্যোগ নিয়েছে এই বিশ্ববিদ্যালয়। এ ব্যাপারে সরকার সহায়তা করলে আমরা এই চিকিৎসা সেবাকে অনেক দূর নিয়ে যেতে পারবো। 

জটিল এই পদ্ধতিতে ভালভ প্রতিস্থাপনে সফলতা, এর সমস্যা ও সম্ভাবনা এবং পাশাপাশি ব্যয়বহুল এই চিকিৎসা সাধারণ জনগণের জন্য সহজলভ্য করতে এই বিশ^বিদ্যালয় তরুণ চিকিৎসকদের জন্য প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে বলেও জানান অধ্যাপক মোস্তফা জামান।