তুরস্কে আরচার দিয়া-রোমানের স্বপ্ন ভঙ্গ
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৫০ এএম, ১৭ আগস্ট ২০২২ বুধবার
ফাইল ছবি।
তুরস্কের কনিয়া শহরে চলমান ইসলামিক সলিডারিটি গেমসের পঞ্চম আসরের রিকার্ভ এককে হেরে গেছেন বাংলাদেশের দুই তারকা আরচার দিয়া সিদ্দিকী ও রোমান সানা।
রিকার্ভ নারী এককে ইলিমিনেশন রাউন্ডের কোয়ার্টার ফাইনালে দিয়া সিদ্দিকী ৩-৭ সেটে তুরস্কের আনাগোজ ইয়াসেমিন ইসেমের কাছে পরাজিত হয়েছেন।
পুরুষ এককে ইলিমিনেশন রাউন্ডে কোয়ার্টার ফাইনালে রোমান সানা ০-৬ সেটে হেরে যান উজবেকিস্তানের উনগালভ ওজোদবেকের কাছে।
এছাড়া কোয়ার্টার ফাইনাল থেকে হেরে গেছেন বাংলাদেশ দলের অপর দুই আরচার মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও সাগর ইসলাম।
রুবেল তুরস্কের এ কে সামেটের কাছে ০-৬ সেটে পরাজিত হয়েছেন। আর সাগর ১-৭ সেটে হেরে যান স্বাগতিক আরচার গাজোজ মেটের কাছে।
