ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ৮:৫১:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজো কোভিডে মৃত্যুশূন্য দেশ, শনাক্ত ২১২

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৪ পিএম, ১৭ আগস্ট ২০২২ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

করোনাভাইরাসে আজও মৃত্যুশূন্য দেশ। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে নতুন ভাবে ২১২ জন শনাক্ত হয়েছেন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৫৪ শতাংশ। 

বুধবার (১৭আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৬৬টি নমুনা পরীক্ষায়  ২১২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয়েছে ৪ দশমিক ৫৪ শতাংশ। 

এর আগে গতকাল মঙ্গলবারও কোভিড আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ওই সময়ে ৯৩ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৪ দশমিক ৪১ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৫২২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৫৫ জন। শনাক্তের হার ৪ দশমিক ৪০ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৪ দশমিক ৮৮ শতাংশ।

এ পর্যন্ত দেশে মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৯ হাজার ৪৩৪ জন হয়েছে। আর মৃত্যুর মোট সংখ্যা আগের দিনের মতই ২৯ হাজার ৩১৪ জন রয়েছে।

একই সময়ে ৫৩৯ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৫২ হাজার ৫০৪ জন।

উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।