রাজধানীতে অ্যাসিডের শিকার এক নারী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:১২ পিএম, ২ এপ্রিল ২০১৮ সোমবার | আপডেট: ০১:২৯ পিএম, ৩ এপ্রিল ২০১৮ মঙ্গলবার
রাজধানীতে অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন এক নারী। হাজারীবাগ এলাকায় সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার পথে তিনি এ হামলার শিকার হন। আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ঘটনাটি ঘটে।
আহত ওই নারীর নাম আকলিমা আক্তার (২৫)। হাজারীবাগের বউবাজারে বালুর মাঠ এলাকায় পরিবার নিয়ে থাকেন তিনি।
আকলিমা আক্তারের স্বামী জুবায়ের হোসেন বলেন, সকালে রাস্তায় আকলিমার ওপর অ্যাসিড নিক্ষেপ করে এক দুর্বৃত্ত। খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।
এদিকে চিকিৎসকরা জানান, আকলিমার শরীরের ৫ শতাংশ পুড়ে গেছে। ডান ঘাড় ও গলায় ক্ষত বেশি।
কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
