ব্যাংকের নতুন সময়সূচি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:০৫ পিএম, ২২ আগস্ট ২০২২ সোমবার
ফাইল ছবি
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার।সোমবার (২২ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে ব্যাংকিং কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করার এ সিদ্ধান্ত হয়।
বিষয়টি নিশ্চিত করে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে দ্রুতই প্রজ্ঞাপন দেবে।
এ ছাড়া বুধবার (২৪ আগস্ট) থেকে সরকারি ও সব স্বায়ত্তশাসিত অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়।
শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন বন্ধ থাকবে বলেও জানানো হয়।
এ ছাড়া আমন সেচের সুবিধার জন্য আগামী ১২-১৫ দিন গ্রামে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়।
