ভারতের মাটিতে সাবিনার জয়
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৬:৫৮ পিএম, ২ এপ্রিল ২০১৮ সোমবার | আপডেট: ১০:৩০ পিএম, ৪ এপ্রিল ২০১৮ বুধবার
সাবিনা খাতুন, বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক। ভারতীয় নারী ফুটবল লিগে খেলার সুযোগ পেয়ে নিজের যোগ্যতা, নিপুনতা, খেলার পরিপক্কতার বিকাশ ঘটাচ্ছেন। যে সেথু এফসি সবসময় ছিল আন্ডারডগ সেই তামিলনারু প্রদেশের ক্লাবকে জয়ের পর জয় এনে দিচ্ছেন।
সর্বশেষ লিগের তৃতীয় ম্যাচে সেথু এফসি ২-০ হারিয়েছে রাইজিং স্টুডেন্ট ক্লাবকে। এই ম্যাচে সাবিনা খাতুন প্রথম গোলটি করেছেন। এ নিয়ে টানা দুই ম্যাচে দুই গোল করলেন সাবিনা।
সোমবার সাবিনার গোলে ওডিশার রাইজিং স্টুডেন্টের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে সিথু। সাবিনার ছাড়াও সেথুর হয়ে খেলছেন আরেক বাংলাদেশি নারী ফুটবলার কৃষ্ণা রানী সরকার।
ভারতের মেঘালয়ের শিলংয়ে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিলেন সাবিনা খাতুন। প্রথম থেকেই চেষ্টায় ছিলেন কখন গোল করা যায়। প্রথমার্ধে সুযোগ না পেলেও দ্বিতীয়ার্ধে সে সুযোগ হাতছাড়া করেন নি। ৪৭ মিনিটে সাবিনা খাতুনের গোলে সেথু এফসি এগিয়ে যায়। প্রতি আক্রমন থেকে বাড়ানো বলে ডান দিক থেকে পোস্টে ঢুকে ডিফেন্ডারের মাঝ দিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন বাংলাদেশের অধিনায়ক। গোল, গোল, গোল। সাবিনা আবার লাইমলাইটে।
এ নিয়ে সেথু এফসি তিন ম্যাচের দুটিতে জিতলো। আর সাবিনা তো সাফল্যের হাওয়ায় ভেসে বেড়াচ্ছেন। সেথু এফসিতে কেবল এখন সাবিনা বন্দনা।
