ঢাকা, সোমবার ১৫, ডিসেম্বর ২০২৫ ১৪:১৪:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বনানীর সড়কে হাফ পাসের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৯ পিএম, ২৩ আগস্ট ২০২২ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক সড়কে বাসে হাফ ভাড়া কার্যকরের দাবিতে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে তারা এ সড়কে অবস্থান নেন। এ কর্মসূচিতে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজসহ স্থানীয় কয়েকটি কলেজের শিক্ষার্থীরা রয়েছেন।

এসময় আন্দোলনে নেতৃত্ব দেয়া অন্যতম শিক্ষার্থী মুজাহিদ হাসান জানান, আমরা দীর্ঘদিন ধরে এই দাবি করছি। গুলশান, বনানী, নতুনবাজার রোডে যে বাসগুলো চলাচল করে তারা শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয় না। বরং দুই থেকে আড়াই কিলোমিটার পথের জন্য ৩০ টাকা দাবি করে। হাফ ভাড়া দিতে চাইলে তারা খারাপ আচরণ করে। আমরা সেই হাফ ভাড়া কার্যকরের দাবিতে অবস্থান নিয়েছি। দাবি মানা না হলে আমরা আন্দোলনে যাব।

এ বিষয়ে জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, শিক্ষার্থীরা হাফ ভাড়ার দাবিতে সড়কের পাশে অবস্থান করছে। আমরা বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। বাসগুলো দাবি করছে, তারা নাকি শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয়। তারপরও আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি।