হাফ ভাড়া: আশ্বাসে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:০৮ পিএম, ২৩ আগস্ট ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা হাফ ভাড়া কার্যকরের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে। বনানী, গুলশান-২ নম্বর সড়কে যান চলাচল শুরু হয়েছে। এর আগে দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত এই রুটে যান চলাচল বন্ধ ছিল।
শিক্ষার্থীরা জানায়, চক্রাকার রুটে আড়াই কিলোমিটার দূরত্বে ভাড়া নেয়া হচ্ছিল ৩০ টাকা। আজ আন্দোলন চলাকালে তাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে বাস মালিক, স্থানীয় কাউন্সিলর ও পুলিশ সদস্যরা। ওই বৈঠকেই আগামী বৃহস্পতিবার পর্যন্ত ২০ টাকা করে ভাড়া নেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। ওইদিন হাফ ভাড়া কার্যকরে বৈঠকেরও সিদ্ধান্ত হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, এমন ঘোষণায় আন্দোলন স্থগিত করে তারা। কিন্তু কাউন্টারে গিয়ে দেখেন, ২৫ টাকা করে ভাড়া চাচ্ছেন। প্রতিবাদে কাউন্টার ও যাত্রী ছাউনি ভাঙচুর, বাসের কাচ ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
