অক্টোবরে নারী এশিয়া কাপের আসর বসছে সিলেটে
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:১০ পিএম, ২৪ আগস্ট ২০২২ বুধবার
ফাইল ছবি।
২০২২ নারী এশিয়া কাপের আসর বসবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। টি -টুয়েন্টি সংস্করণের এই অংশগ্রহণ করবে মোট ৭ টি দল।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনও আনুষ্ঠানিকভাবে না ঘোষণা দিলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও নারী ক্রিকেট কমিটির প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল ক্রিকেটের জনপ্রিয় নিউজ পোর্টাল ইএসপিএন-ক্রিকইনফোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি) গত সপ্তাহে প্রথমবারের মতো নারী ক্রিকেটের এফটিপি প্রকাশ করেছে। সেখানে অক্টোবরের প্রথম দুই সপ্তাহ এই বছরের নারী এশিয়া কাপের জন্য নির্ধারিত ছিল।
শফিউল ইসলাম নাদেল ইএসপিএন ক্রিকইনফোকে বলেন, মাঠের খুব কাছেই বিমানবন্দর ও হোটেল থাকায় সিলেট স্টেডিয়ামকে এশিয়া কাপের ভেন্যু করা হয়েছে।
তিনি আরও বলেন, স্টেডিয়ামের ১ নম্বর মাঠে এশিয়া কাপের ম্যাচগুলো আয়োজন করা হবে এবং ২ নম্বর মাঠে দলগুলো অনুশীলন করবে।
সর্বশেষ নারী এশিয়া কাপ অনুষ্ঠিত হয় ২০১৮ সালে মালয়েশিয়ায়। সেবার ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জেতে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
