ঢাকা, সোমবার ১৫, ডিসেম্বর ২০২৫ ১৪:১২:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দেশ সেরা ভিক্টোরিয়ার জান্নাত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১১ এএম, ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের পাবলিক ও বিজ্ঞান-প্রযুক্তি মিলিয়ে ২২টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ স্কোর পেয়ে প্রথম স্থান অর্জন করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ঈশিকা জান্নাত।

গত ২৩ আগস্ট মঙ্গলবার ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের গ ইউনিট (বাণিজ্য) বিভাগের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে ৮৬ দশমিক ৭৫ স্কোর পেয়ে দেশ সেরা হয়েছেন কুমিল্লা মুরাদনগর উপজেলার শ্রীকাইলের বাসিন্দা ঈশিকা জান্নাত। তার পিতা আব্দুল হাকিম মোল্লা।

ঈশিকা জান্নাতের বড় বোন মোসা. মুনিয়া আক্তার জানান, ঈশিকা দিন রাত পরিশ্রম করেছেন। তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা ছিল। চান্স না পেয়ে হতাশ হয়ে যায়। পরে আমরা উৎসাহ দিয়েছি। ২২টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষায় সে প্রথম হয়েছে। এতে আমরা খুশি। ভিক্টোরিয়া কলেজের সম্মানিত শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা। সবাই জান্নাতের জন্য দোয়া করবেন।

ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে সহজভাবে পাঠদান ও শ্রেণি কক্ষে আধুনিক তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারকে আমরা প্রাধান্য দিয়েছি। এছাড়াও দক্ষ শ্রেণি শিক্ষকদের সর্বোচ্চ সহযোগিতা আরও সাফল্য এনে দেবো এমনটাই প্রত্যাশা করছি।

উল্লেখ্য যে, গত ২০ আগস্ট ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা মোট ৪২ হাজার ১৮০ শিক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশ নেন ৩৯ হাজার ৭৩ জন। পরীক্ষায় পাস করেছেন ২৩ হাজার ২২৮ জন। পাসের হার ৫৯ দশমিক ৪৫ শতাংশ।