ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ১৭:২৭:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:১১ পিএম, ৩ এপ্রিল ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৪:৩২ পিএম, ৫ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বৃত্তির ফল প্রকাশিত হয়েছে আজ মঙ্গলবার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd  থেকে বৃত্তির ফল জানা যাবে।

 

আজ বেলা ১১ টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রাথমিক বৃত্তির বিভিন্ন তথ্য তুলে ধরবেন।

 

এবছর মেধা কোটায় (ট্যালেন্টপুলে) বৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী, যা আগে ছিলো ২২ হাজার। আর সাধারণ কোটায় বৃত্তি পাবে ৪৯ হাজার ৫০০ জন, যা আগে ছিলো ৩৩ হাজার।



ঝরেপড়া রোধ, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি স্বরূপ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভালো ফলের ভিত্তিতে বৃত্তি প্রদান করা হয়।



আগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি দেয়ার জন্য পৃথক পরীক্ষা নেয়া হতো। ২০১০ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে উপজেলা বা ওয়ার্ড ভিত্তিক এই বৃত্তি দেয়া হচ্ছে। এবার বৃত্তি পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বাড়ার পাশাপাশি বৃত্তির অর্থের পরিমানও বাড়ানো হয়েছে।

 

সংবাদ সম্মেলনে মন্ত্রনালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল এবং মন্ত্রনালয় ও অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।