ঢাকা, শুক্রবার ২৬, ডিসেম্বর ২০২৫ ২২:০৭:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আফসানার ব্যতিক্রমধর্মী প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:২৮ পিএম, ৩ এপ্রিল ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০২:০২ পিএম, ৫ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

বেসরকারী ব্যাংকের কর্মকর্তা আফসানা কিশোয়ার। ধর্ষণের বিরুদ্ধে সোমবার রাজধানীর পথে একাই দাড়িয়ে প্রতিবাদ জানান। তার এই প্রতিবাদকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

 

আফসানার বক্তব্য, কী করবো। আর তো সহ্য করা যায় না। তাই একাই দাড়িয়ে গেলাম। আমাকে দেখে যাতে অন্যরা উদ্বুদ্ধ হয়।

 

তার ব্যানারে লেখা ছিল, একজন পুরুষই পারে আগামীকালের একটি সম্ভাব্য ধর্ষণ বন্ধ করতে। তারপর হ্যাশটেগে লেখা ধর্ষণ বন্ধ করুন, বি আ রিয়েল ম্যান, স্টপ রেইপ।

 

আফসানার মা মারা গেছেন। সংসারে বাবা, ছোট ভাই, স্বামী ও আদরের একমাত্র মেয়ে রয়েছে। নিজের বাসা থেকেও এ ব্যাপারে সবাই তাকে সমর্থন দিয়েছেন।

 

প্রতিবাদী এ কন্যা মনে করেন, এ ধরনের আন্দেলনে শুধু মেয়েরা নয় পুরুষেরাও যদি সমানভাবে অংশগ্রহণ করে তাহলে ধর্ষণ বন্ধ হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ধর্ষণ বন্ধ করা সম্ভব।