ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ৬:৫৭:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নতুন ১৩১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৫ পিএম, ২৭ আগস্ট ২০২২ শনিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৩১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই ১০৯ জনকে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৩১ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১০৯ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ২২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারাদেশে সর্বমোট ৫৮৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪৮৫ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১০১ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।