ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ১৮:২৫:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সাবেক ক্রিকেটার আকরাম খানের গৃহকর্মীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৯ এএম, ২৯ আগস্ট ২০২২ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় দলের সাবেক ক্রিকেটার আকরাম খানের বাসার গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই গৃহকর্মীর নাম সাহিদা (২৫)। রাজধানীর মহাখালী ডিওএইচএস থেকে রোববার রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে কাফরুল থানা পুলিশ।

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসিব এ তথ্য নিশ্চিত করেছেন।

সাহিদার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে। তিনি প্রায় ১৩ বছর ধরে আকরাম খানের বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

এসআই হাসিব রোববার দিবাগত রাতে বলেন, “মহাখালী ডিওএইচএস-এর ৩ নম্বর রোডের ১৫৭ নম্বর বাসার কাছের রাস্তা থেকে আকরাম খানের বাসার গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আকরাম খান আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে যাই। তবে, এখনও মৃত্যুর কারণ জানা যায়নি। নারী পুলিশ সদস্য এসে মরদেহ সুরতহাল করবেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হবে।”

আকরাম খানের পরিবারের বরাত দিয়ে এসআই হাসিব বলেন, “আকরাম খানের মেয়ে তাদের গৃহকর্মী সাহিদাকে খুঁজতে গিয়ে দেখেন যে তিনি বাসায় নেই। এক পর্যায়ে রাস্তার পাশের একটি দেয়ালের মধ্যে ফাঁকা জায়গায় সাহিদাকে পাওয়া যায়।”