ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ৯:৩৪:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পর্দা উঠছে ২১ তম কমনওয়েলথ গেমসের

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১০:২৯ পিএম, ৪ এপ্রিল ২০১৮ বুধবার | আপডেট: ০৪:৪৭ পিএম, ৫ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বুধবার অস্ট্রেলিয়ার মাটিতে পর্দা উঠছে ২১তম কমনওয়েল গেমসের। আগামী ১৫ এপ্রিল গোল্ড কোস্ট আসরের পর্দা নামবে।

ক্যরারা স্টেডিয়ামের ১৯টি খেলার ২৭৫টি ইভেন্টে পদক জিততে কুইন্সল্যান্ডের গোল্ড কোষ্ট উপকূলে দ্যুতি চড়াবেন অ্যাথলেটরা। স্বপ্নের বিনিময় সোলগান নিয়ে বাংলাদেশসহ ৭১টি জাতির অ্যাথলেটরা নামছেন পদক জয়ের লড়াইয়ে।

বিশ্বের অন্যতম এই বৃহত্তম খেলার আসরে অন্যদের সঙ্গে ক্রীয়ামোদীদের নজর কাড়বেন পাঁচ নারী অ্যাথলেট। তারা হলেন, জেমেইকার এলাইন থম্পসন,বাহামার শাওন মিলার উইবো,অস্ট্রেলিয়ার স্যালি পিয়ারসন, দক্ষিন আফ্রিকার সেমেনিয়া ও নিউজিল্যান্ডের ভেলেরী এডামস।

অস্ট্রেলিয়ার মাটিতে এ নিয়ে পঞ্চবারের মত হতে যাচ্ছে কমনওয়েলথ গেমস। এর আগে ১৯৩৮ (সিডনি), ১৯৬২ (পার্থ), ১৯৮২ (ব্রিসবেন), ২০০৬ (মেলবোর্ন) সালে কমনওয়েলথ গেমস আয়োজন করে অস্ট্রেলিয়া।

কমনওয়েলথ গেমসের ইতিহাসে এ পর্যন্ত ৮৫২টি স্বর্ণপদক জিতে অষ্ট্রেলিয়া এক নম্বরে রয়েছে। ইংল্যান্ড ৬৬৯টি স্বর্ণপদক জিতে দ্বিতীয় ,কানাডা ৪৬৯টি স্বর্ণপদক পেয়ে তৃতীয়, ভারত ১৫৫টি স্বর্ণপদক জিতে চতুর্থ এবং নিউজিল্যান্ড ১৪৪টি স্বর্ণপদক পেয়ে পঞ্চম স্থানে রয়েছে।