ঢাকা, মঙ্গলবার ১৬, ডিসেম্বর ২০২৫ ১৯:২৮:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গোপালগঞ্জে চ্যারিটি নারী কাবাডি ম্যাচ অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২১ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২২ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ জেলা ও নড়াইল জেলা নারী কাবাডি দলের মধ্যে একটি চ্যারিটি কাবাডি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের সুইমিংপুল এ্যান্ড জিমনেশিয়ামে  গোপালগঞ্জ কাবাডি  একাডেমি আয়োজিত এই ম্যাচে নড়াইল জেলা নারী কাবাডি দল ৩৯-১০ পয়েন্টে গোপালগঞ্জ  জেলা নারী কাবাডি দলকে পরাজিত করে।
খেলা শেষে প্রধান অতিথি পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান অংশগ্রহনকারী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, কাবাডিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় খেলা হিসেবে ঘোষনা দেন। সারা বিশ^ এটিকে বাংলাদেশের খেলা হিসেবে জানে। এখন আমেরিকা, ইউরোপ, আফ্রিকা সহ বিশে^র বিভিন্ন দেশ কাবাডি খেলে। আমরাও আর্ন্তজাতিক কাবাডি প্রতিযোগিতার আয়োজন করি। এই প্রতিযোগিতায় বিশে^র বিভিন্ন দেশ অংশ নেয়। যেহেতু কাবাডি বাংলাদেশর জাতীয় খেলা,তাই কাবাডির উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। কাবাডিকে আমরা ভবিষ্যতে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে চাই।’
এরপর ডিআইজ হাবিবুর রহমান গোপালগঞ্জে ৩ মাস আগে  অনুষ্ঠিত কাবাডি প্রতিযোগিতার বিজয়ী বালক ও বালিকা দলের খেলোয়াড়দের মধ্যে মেডেল  ও ট্রফি তুলে দেন।