ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ৭:০০:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

খালেদার বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক উপস্থাপন আজ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:২৫ এএম, ৫ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০২:৫৪ পিএম, ৫ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

বিএনপর চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আদালতে যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার।

এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আজকের দিন পর্যন্ত জামিন বর্ধিত করেছিলেন আদালত। গত ২৮ মার্চ সর্বশেষ শুনানিতে তাকে আদালতে হাজির করার কথা থাকলেও বিশেষ কারণে তাকে হাজির করা হয়নি বলে জানিয়েছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

এ মামলায় অপর আসামি জিয়াউল ইসলাম মুন্নার পক্ষে অব্যাহত যুক্তিতর্কের বাকি অংশ আজ উপস্থাপিত হতে পারে। তারপর মনিরুল ইসলামের যুক্তিতর্ক উপস্থাপিত হবে। দুই আসামির যুক্তিতর্ক শেষ হলে খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করার কথা রয়েছে তার আইনজীবীদের।

মামলার অপর আসামি হারিছ চৌধুরী পলাতক। প্রায় তিন কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০১১ সালের ৮ আগস্ট এ মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন।

এ মামলার এজাহার থেকে জানা যায়, ২০০৫ সালে কাকরাইলে সুরাইয়া খানমের কাছ থেকে ‘শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’-এর নামে ৪২ কাঠা জমি কেনা হয়। কিন্তু জমির দামের চেয়ে অতিরিক্ত এক কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেওয়া হয়েছে বলে কাগজপত্রে দেখানো হয়, যার কোনো বৈধ উৎস ট্রাস্ট দেখাতে পারেনি।

এদিকে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাগারে রয়েছেন খালেদা জিয়া। গত ৮ ফেব্রুয়ারি তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালত। পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারকে বিশেষ কারাগার ঘোষণা দিয়ে তাঁকে সেখানে রাখা হয়েছে।