ঢাকা, শুক্রবার ২৬, ডিসেম্বর ২০২৫ ২২:২১:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ডিএমসিতে প্রতিবন্ধী তরুণী ‘ধর্ষণের শিকার’

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:০১ পিএম, ৫ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৯:১৯ পিএম, ৫ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের টয়লেটে এক প্রতিবন্ধী তরুণীকে (২৩) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বপন (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

 

বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ওই তরুণীকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

 

জানা গেছে, রাতে হাসপাতালের ভেতরের নার্সিং সুপারভাইজারের কক্ষের পাশে টয়লেটে ওই তরুণীকে স্বপন ধর্ষণ করছিলেন। এ সময় তার চিৎকারে আশপাশের ওয়ার্ডের রোগীর স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে।

 

স্বপনকে আটক করে ওয়ার্ড মাস্টার রিয়াজ আহমেদের কাছে হস্তান্তর করা হয়। পরে শাহবাগ থানা পুলিশ যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, স্বপন সিটি করপোরেশনে ক্লিনার হিসেবে কাজ করে।