ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ৩:১০:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩২ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৮৪ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৮৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ২২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৬০ জন। চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১ জন।

এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৭ হাজার ৩৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগী ৬  হাজার ৪৮ জন, ঢাকার বাইরে ১ হাজার ৩৪৯ জন। 

অন্যদিকে ছাড়প্রাপ্ত রোগী ছিল ৬ হাজার ৫১৬  জন। এর মধ্যে ঢাকায় মোট ৫ হাজার ৩২৪ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১ হাজার ১৯২ জন।

/টুটুল/