ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ১৭:৩২:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নীতিমালা ভঙ্গ করায় ঢাকার ৭ কলেজকে শোকজ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৪:৩১ পিএম, ৫ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০২:০৪ পিএম, ১৬ এপ্রিল ২০১৮ সোমবার

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার নীতিমালা অনুসরণ না করায় রাজধানীর ৭ কলেজকে শোকজ করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্বাক্ষরিত আলাদা দুটি শোকজ জারি করা হয়েছে। শোকজের উত্তর দিতে ৬ কলেজকে ৭ কার্যদিবস ও একটি কলেজকে ৩ কর্মদিবস সময় দেয়া হয়েছে।

 

সূত্র জানায়, এইচএসসি ও সমমান পরীক্ষা পরিচালনা নীতিমালা-২০১৮ লঙ্ঘন করেছে রাজধানীর ৭ কলেজ কর্তৃপক্ষ। তাদের মধ্যে কেন্দ্র সচিব ঢাকা ট্রেজারি থেকে প্রশ্নপত্র গ্রহণকালে কালো গ্লাসযুক্ত গাড়ি ব্যবহার করায় মিরপুর কলেজ, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং বিসিআইসি কলেজ কর্তৃপক্ষকে শোকজ করা হয়েছে।


এছাড়াও ট্রেজারি থেকে প্রশ্ন গ্রহণের সময় কেন্দ্র সচিবের সঙ্গে ক্যামেরাযুক্ত মোবাইল থাকায় ঢাকার ফজলুল হক মহিলা কলেজ কর্তৃপক্ষকে শোকজ করা হয়েছে। শোকজের উত্তর দিতে তাদের আগামী ৭ কার্যদিবস সময় দেয়া হয়েছে।


অন্যদিকে, পরীক্ষা চলাকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষা কেন্দ্রে স্মার্টফোন ব্যবহার করায় রাজধানীর সেন্ট্রাল উইমেন্স কলেজকে শোকজ করে আগামী ৩ কার্যদিবসের মধ্যে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর শোকজের উত্তর চাওয়া হয়েছে।