ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ১৯:১৪:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কালের সাক্ষি হয়ে দাঁড়িয়ে আছে কাদুটি জমিদার বাড়ি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২২ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লার চান্দিনা উপজেলার কাদুটি গ্রামে এখনো জমিদারদের ধ্বংসাবশেষ টিকে আছে। কাদুটি গ্রামের জমিদাররা বিরাট এলাকাব্যাপী তাদের জমিদারী বিস্তার করেছিলেন।

জানা গেছে, কুমিল্লা জেলার দাউদকান্দি, দেবিদ্বার ও চান্দিনা এলাকায় ছিল কাদুটি জমিদারদের জমিদারী। এই তিন এলাকায় জমিদারের প্রভাব প্রতিপত্তি ছিল সবচেয়ে বেশি। এককালে তাদের ছিল জাঁকজমকপূর্ণ বিলাস বহুল জীবনযাত্রা। জমিদারী প্রথা উচ্ছেদের পর থেকে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। আজ সেই জমিদারও নেই, নেই জমিদারিও।

তবে জমিদারদের এককালের দালাল কোঠার ধ্বংসাশেষ এখনো কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। নিরব সাক্ষী হয়ে তারা বলে যাচ্ছে অতীত ইতিহাস। দালানের ইট সুরকি খসে খসে পড়ছে। খসে যাওয়া দালানটির ইটের ফাঁকে ফাঁকে গজিয়েছে ডুমুর ও বট বৃক্ষ আর জমেছে শেওলার আস্তরণ। 

কাদুটি জমিদার বাড়ির ধ্বংশাবশেষ ঘর-বাড়ি দখলে নিয়ে জমিদারের বংশধরেরা কয়েকজন এখনো বসবাস করছেন। চরম মানবেতর জীবনযাপন করছেন তারা। 

জমিদারের বংশধর হরিরঞ্জন ঘোশ্বামী বলেন, জমিদারী থাকাকালে আমাদের পূর্বপুরুষরা এলাকার শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান স্থাপনে এবং মানব কল্যাণে ব্যাপক ভূমিকা রেখে গেছেন। আজ আমরা পূর্ব পুরুষের ধ্বংসাশেষে শুধুই দাঁড়িয়ে আছি। সমাজের জন্য কিছুই করতে পারছি না। এটাই আমাদের সবচেয়ে বড় দুঃখ।