ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ৩:০৮:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ২৭৯ জন হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২০ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২২ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৭৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

এদের মধ্যে ১৯৬ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ৮৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৮৮৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৭০৬ জন ঢাকার মধ্যে এবং ১৮৩ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট সাত হাজার ৬৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ছয় হাজার ২৪৪ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন এক হাজার ৪৩২ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে চিকিৎসা শেষে ছয় হাজার ৭৫৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে পাঁচ হাজার ৫২৫ জন ঢাকার এবং বাকি এক হাজার ২৩১ জন ঢাকার বাইরের বাসিন্দা।

আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩১ জনে পৌঁছেছে।