রাজধানীর মালিবাগে এসবি অফিসে আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:২০ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর মালিবাগে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় কন্ট্রোল রুম থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় ভবন ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। পুলিশ কর্মকর্তারা আতঙ্কে ভবন থেকে বেরিয়ে যান।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বলেন, সকাল পৌনে ১১টায় কন্ট্রোল রুম থেকে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা ১১টা ৮মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, আগুনের শুধু ধোঁয়া দেখা গিয়েছিল, ফ্লেম ছিল না। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক জানা যায়নি।
