ঢাকা, মঙ্গলবার ১৬, ডিসেম্বর ২০২৫ ১৯:৫৫:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্বকাপে কোয়ালিফাই করার লক্ষ্য জ্যোতির

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৮ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়বে বাংলদেশ নারী দলের ক্রিকেটাররা। যদিও দেশ ছাড়ার আগে দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়ে গেলেন লক্ষ্য অবশ্যই বিশ্বকাপে খেলা।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে দলীয় অধিনায়ক জ্যোতি জানিয়েছেন প্রথম লক্ষ্য থাকবে বিশ্বকাপে কোয়ালিফাই করা।

এ অধিনায়ক বলেন, ‘প্রথমত বলবো আমাদের উদ্দেশ্য থাকবে বিশ্বকাপ কোয়ালিফাই করা। লম্বা সময় ধরে আমরা ক্রিকেট খেলছি, আমাদের ব্যাটার বা পুরো টিম যদি ভালো করে তাহলে আমরা এখানে ভালো করতে পারবো।’

দুবাইয়ের কন্ডিশন ভিন্ন থাকায় নারী ক্রিকেটাররা কয়েকদিন আগেই যাচ্ছেন সে দেশে। এ বিষয়ে জ্যোতি বলেন, ‘কন্ডিশন চিন্তা করেই বোর্ড আমাদের আগেই সেখানে নিয়ে যাচ্ছে। দুবাইয়ের কন্ডিশন আমাদের থেকে কিছুটা ভিন্ন।’

নারী দলের ক্রিকেটাররা টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার হিটিংয়ে পিঁছিয়ে এমনটা অনেকের ধারণা। যদিও এই অধিনায়কের দাবি পাওয়ার হিটিং নিয়ে অনেক কাজ করেছে দলের ক্রিকেটাররা। 

জ্যোতি বলেন, ‘ব্যাটিংয়ে অনেক ব্যাটার আছে। শেষ এনসিএলে আমরা অনেক ভালো খেলছি। সোবানা, রিতু মনি, জাহানারা আপু আছে। আগে দলের অনেকে বড় শট খেলতে পারতো না, এখন শেষের ব্যাটসম্যানরাও সবাই ভালো করছে। ইনডোর আউটডোরে আমরা পাওয়ার হিটিংয়ের জন্য অনেক অনুশীলন করেছি।’