কমনওয়েলথ : প্রথম স্বর্ণ জয় করলেন ডাফি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:২১ পিএম, ৫ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৪:১০ পিএম, ৬ এপ্রিল ২০১৮ শুক্রবার
অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে চলমান কমনওয়েলথ গেমসের প্রথম স্বর্ণপদক জয় করেছেন বারমুডার ফ্লোরা ডাফি। নারীদের স্প্রিন্ট ট্রায়াথানল ইভেন্ট থেকে এই স্বর্ণ পদক জয় করেছেন তিনি।
দেশটির হয়ে দ্বিতীয়বারের মত কমনওয়েলথ গেমস থেকে স্বর্ণ পদক জয় করলেন ডাফি। এই গেমস থেকে দেশটি প্রথম স্বর্ণ পদক পেয়েছিল ১৯৯০ সালে। ২৮ বছর আগে অকল্যান্ডে অনুষ্ঠিত গেমসে হাই জাম্প ইভেন্টে ২.৩৬ মিটার উচ্চতায় সফলতা লাভ করে স্বর্ণ পদক জিতেছিলেন বারমুডার অ্যাথলেট ক্লারেন্স সাউন্ডার্স। যেটি এখনো গেমস রেকর্ড হিসেবে রয়ে গেছে।
পুরুষ বিভাগে এই ইভেন্টের স্বর্ণ জিতেছেন দক্ষিণ আফ্রিকার হেনরি শোয়েম্যান। এ ইভেন্টে নারী বিভাগে রৌপ্য পদক জয় করেছেন ইংল্যান্ডের জেসিকা লেয়ারমন্থ এবং ব্রোঞ্জ পদক জিতেছেন কানাডার জোয়ানা ব্রাউন।
নারী ইভেন্ট শেষ হবার দুই ঘন্টা পর অনুষ্ঠিত হয় পুরুষ বিভাগের প্রতিযোগিতা। এতে হেনরি স্বর্ণ পদক জয় করেন। রৌপ্য পদক জয় করেছেন স্বাগতিক অস্ট্রেলিয়ার জ্যাকব বার্থউইশেল আসরে এটি ছিল চলতি আসরে স্বাগতিক অস্ট্রেলিয়ার প্রথম পদক।
