ভাড়াটিয়া সেজে মা-মেয়েকে অচেতন করে লুট
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৯:১৮ পিএম, ৫ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১০:৫৯ পিএম, ৫ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার
রাজধানীর কদমতলীতে মা-মেয়েকে অচেতন করে স্বর্ণালঙ্কার লুট করেছে অজ্ঞানপার্টি চক্রের তিন নারী সদস্য। বাসা ভাড়া নেওয়ার কথা বলে তারা বাসায় প্রবেশ করে। আজ বৃহস্পতিবার দুপুরে কদমতলীর রায়েরবাগে সাখাওয়াত উল্লাহর টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার সাফিয়া বেগম (৪৬) ও তার মেয়ে সীমা আক্তার মীম (১৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
সাফিয়া বেগমের ছেলে রাকিব হাসান জানান, তারা সাখাওয়াত উল্লাহর টিনশেড বাড়িতে ভাড়া থাকেন। আজ দুপুরে তিনি, তার মা ও বোন বাসায় ছিলেন। এসময় ৩৫ থেকে ৬০ বছর বয়সী ওই তিন নারী বাসা ভাড়া খুঁজতে তাদের বাসায় আসে। সাফিয়ার সঙ্গে আলাপচারিতার এক পর্যায়ে তারা ভাব জমিয়ে ফেলেন। দুপুরে তাদের বাসায়ই খাওয়া-দাওয়া করেন তিন নারী।
এরমধ্যে রাকিব নিকটস্থ মসজিদে নামাজ পড়তে যান। এই সুযোগে ওই তিন নারী নিজেদের সঙ্গে আনা বেলের শরবত খাওয়ান সাফিয়া ও তার মেয়েকে।
এদিকে মসজিদে যাওয়ার পথে সন্দেহ হলে বাসায় ফিরে আসেন রাকিব। তখনও সাফিয়া ও মীমের সঙ্গে কথা বলছিলেন তিন নারী। সন্দেহের অবকাশ না থাকায় পাশের ঘরে গিয়ে শুয়ে পরেন তিনি। কিছুক্ষণ পর কোনো সাড়াশব্দ না পেয়ে রাকিব পাশের ঘরে গিয়ে দেখেন, তার মা ও বোন অচেতন অবস্থায় পড়ে আছেন। তাদের শরীরের স্বর্ণালঙ্কার উধাও। এদিক-ওদিক খুঁজেও ওই তিন নারীকে না পেয়ে একপর্যায়ে সাফিয়া ও মীমকে ঢামেকে নিয়ে আসেন তারা।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ‘ধারণা করা হচ্ছে ওই তিন নারী অজ্ঞানপার্টির সদস্য। অচেতন দুজনের পাকস্থলী ওয়াশ করার পর ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।’
